Sunday, December 21

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

  • মাসুদ রানা (৪৫) – কেওয়াটখালী এলাকা
  • আরিফ (৩০) – আকুয়া বোর্ডঘর এলাকা
  • বিপুল (২১) – আকুয়া এলাকা
  • রাজন (১৯) – আকুয়া ওয়্যারলেস গেট এলাকা

ঘটনার বিবরণ

গত বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকায় ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পুলিশের বক্তব্য

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন—
“চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান।”

এই হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

Leave A Reply


Math Captcha
+ 10 = 16