Sunday, December 21

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ড পরিচালনার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ইতালির আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আসিফ নজরুল বলেন,
“শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। তাদের ফেরাতে আমরা সব ধরনের আইনি ও কূটনৈতিক পথ অনুসরণ করছি।”

তিনি আরও বলেন, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।
“ভারতের উচিত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দিয়ে বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো,”—যোগ করেন আইন উপদেষ্টা।

সরকার আশা করছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুতই দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

Leave A Reply


Math Captcha
76 − 75 =