Sunday, December 21

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তাকর্মীরা নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “এই মুহূর্তে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।” তিনি আরও জানান, দুপুর ১টার দিকে ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
3 + 1 =