Sunday, December 21

নারায়ণগঞ্জ, ১৮ নভেম্বর: নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আজ মঙ্গলবার পাঁচটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। এর মধ্যে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা এবং ফতুল্লা থানায় চারটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানার মামলার এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, তার কোনোটিতেই সাবেক মেয়র আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্বিত করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। তিনি আরও জানান, নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সেলিনা হায়াত আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৯ মে তাঁকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে সেই জামিন স্থগিত করা হয়।

Leave A Reply


Math Captcha
+ 8 = 12