মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এই চিঠি পাঠানো হয়। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এ মুহূর্তে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করা হয়েছে।
এর ফলে আগামী সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। সূত্র জানায়, এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের চিঠি পাঠিয়েছিল এবং সেই অনুযায়ী সেনা সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করেছিল।

