Monday, December 22

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেছেন, কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার জন্য জীবনে কখনো আফসোস হবে—এমনটা ভাবেননি তিনি। কিন্তু ছোট ভাই শরিফ ওসমান হাদিকে ভোট দিতে না পারায় এবার সেই আফসোস থেকেই যাচ্ছে।

রবিবার (১৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভোটকেন্দ্র পরিবর্তনের চিন্তা করলেও অসুস্থতার কারণে আর তা সম্ভব হয়নি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ভোট দিতে পারছেন না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি। তাকে শুভকামনা জানিয়ে শেহরীন আমিন ভূঁইয়া আবেগঘন বক্তব্য প্রকাশ করেন।

তিনি লেখেন,
“পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর নির্বাচন হয়) তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভকামনা আর দোয়া রইল তোমার সঙ্গে।”

হাদির সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন তিনি।

শেহরীন লেখেন,
“তোমাকে বাংলাদেশের দরকার। তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছো। তোমার কথা স্পষ্ট এবং লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম!”

গত সেপ্টেম্বরের মাঝামাঝি হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ১৯ সেপ্টেম্বর থেকে তিনি নির্বাচনী প্রচারও শুরু করেন।

শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেহরীন আমিন ভূঁইয়ার এই সমর্থনমূলক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply


Math Captcha
42 − = 37