ঢাকা রিপোর্ট ডেস্ক
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলায় এ অর্থ ব্যয় হবে।
‘আরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে সাত বছর মেয়াদি এই ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড চলতি বছরের ডিসেম্বর মাসে বাজারে আসবে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
এই সুকুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিন জেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, পুনর্বাসন ও হাট-বাজারসহ পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি ও অকৃষি অর্থনীতিতে গতি আসবে, কর্মসংস্থান বাড়বে এবং পরিবহন খরচও কমবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ইতোমধ্যে তারা স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করেছে। নতুন এ সুকুক ইস্যুর মাধ্যমে দেশের সামাজিক উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ প্রকল্পটি বাস্তবায়িত হলে মোট সুকুকের পরিমাণ দাঁড়াবে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।

