Wednesday, November 5

নিজস্ব প্রতিবেদক :
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জেরে মাদারীপুর-১ আসনের মনোনয়ন হারিয়েছেন কামাল জামান মোল্লা।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামাল জামান মোল্লা। তবে এক সভায় বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তা দলীয় নীতির পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। এর পরপরই তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় দলটি।

ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, একটি ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করার কারণে প্রার্থী বাতিল হওয়া দুঃখজনক। আবার কেউ মনে করছেন, দলের নিজস্ব আদর্শ ও অবস্থান বজায় রাখতে এটি ছিল নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্ত।

দলটির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ওই আসনে নতুন প্রার্থী ঘোষণার প্রক্রিয়া চলছে। শিগগিরই বিকল্প প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
51 − = 49