নির্বাচন কমিশন (ইসি) আজ নতুন করে তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব দল হলো: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “আজ তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১২ নভেম্বর পর্যন্ত দাবি–আপত্তি নেওয়া হবে।”
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪ টি। নতুন তিনটি দল যুক্ত হলে তা হবে মোট ৪৭ টি।

