বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, জামায়াতে ইসলামী এখন নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করছে, যা হাস্যকর ও ভণ্ডামির পরিচায়ক।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’-তে অংশ নিয়ে তিনি বলেন, “আমি নিজের কানে শুনেছি—ইউটিউবে দেখা এক ভিডিওতে জামায়াতের এক নেতা, যিনি দলটির চার প্রধান নেতার একজন, তার কর্মিসভায় বলেছেন, ‘আমরা যুদ্ধ করেছি শুধু একটি পতাকার জন্য নয়।’”
এ প্রসঙ্গে নুরুল কবির বলেন, “জামায়াতের ওই নেতার কথা আংশিক সত্য—বাংলাদেশের মানুষও কেবল একটি পতাকার জন্য যুদ্ধ করেনি। কিন্তু তারা এখন দাবি করছে, তারাও স্বাধীনতার যুদ্ধ করেছে! একই সঙ্গে শফিকুর রহমানও একই দাবি করছেন! এটা কি হাস্যকর নয়?”
তিনি আরও বলেন, “যদি জামায়াতের ওই নেতা বলেন যে, স্বাধীনতার সময় তারা যুদ্ধ করেছেন—তাহলে প্রশ্ন উঠবে, তারা কোন পক্ষে যুদ্ধ করেছিলেন? কারণ যুদ্ধে তো দুটি পক্ষ থাকে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে পাকিস্তানের বিপক্ষে, প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। আর জামায়াত যুদ্ধ করেছে পাকিস্তানের পক্ষেই।”
নুরুল কবিরের প্রশ্ন, “একাত্তরে যারা মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিয়েছিল, তারা আজ নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করছে—এই ধরনের মুনাফেকি বক্তব্য কিভাবে দেওয়া সম্ভব? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে, জামায়াতে ইসলামী একাত্তরে কী করেছিল?”
তিনি বলেন, “যারা স্বাধীনতাবিরোধী ভূমিকা নিয়েছিল, তাদের রাজনীতিকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।”
		
