জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট চার শিশুর মরদেহ উদ্ধার হলো। এখনও বৈশাখী নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা নিয়ে ঘুরতে বের হলে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন। এ ঘটনায় নিখোঁজ থাকা দুই শিশুর মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

