Thursday, October 30

রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে তা বুঝে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২৭০ দিন আলাপ-আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক।”

সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে—এই বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল জানান, সময় নির্ধারণ নিয়ে দুটি প্রস্তাব বা অপশন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর না হলে গণভোট ও পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণ কঠিন হয়ে পড়বে।

Leave A Reply


Math Captcha
+ 25 = 28