নিজস্ব প্রতিবেদক ● ঢাকা
একবিংশ শতাব্দীতে স্বৈরাচার শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনকারী কেউ নেই।’
তিনি আরও বলেন, বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই ভালো বলতে পারবে। তবে তারা এখনো সাক্ষাৎকারটি পড়েননি—পড়ার পর মন্তব্য করবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার যারা নিচ্ছেন, তাদের উদ্দেশে শফিকুল আলম বলেন, ‘তারা যেন হাসিনার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে, তিনি খুনের নির্দেশ দিচ্ছেন।’
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে তারা ভোট বর্জন করবে। এ বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা এটা দেখি নাই। কিন্তু আওয়ামী লীগ তো এখন আর নেই। কোথাও তাদের দেখা যায় না। দু-একটা ঝটিকা মিছিল হয়তো করে, সেটার বিনিময়ে কেউ কেউ ডলার পায়—এই তো।’
প্রেস সচিব আরও বলেন, ‘যে দাবিগুলো (ক্লেইম) উনি করেন, সেগুলো যেন একপক্ষীয় না হয়। দেখা গেছে, আইসিসিতে আওয়ামী লীগ যে আবেদন করছে, সেখানে শেখ হাসিনার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখই নেই—এটি খুবই দুর্ভাগ্যজনক। তারা দাবি করছে, চার শ জন মারা গেছে, সেটাও কোনো যাচাই ছাড়া প্রকাশ করা হচ্ছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের টাকা চুরি করে নিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইনজীবী প্রতিষ্ঠানকে (ল ফার্ম) ভাড়া করছে তারা, আর দেশের কিছু ব্যক্তি সেই কাজকেই সমর্থন দিচ্ছে—এটিই সবচেয়ে লজ্জাজনক।’

