Thursday, October 30

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি চক্র নৌপথে রোহিঙ্গা নারী ও শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 3