Thursday, October 30

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। ৬৪ জেলার জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের তালিকা করা হয়েছে। পদায়নের ক্ষেত্রে শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় কাউকে দায়িত্ব দেওয়া হবে না। এছাড়া গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

প্রেস সচিব জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে ও বাইরে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হতে পারে। এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

প্রধান উপদেষ্টার বরাতে শফিকুল আলম আরও বলেন, “নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা চেষ্টা করবে নির্বাচনকে ব্যাহত করতে। হঠাৎ করে আক্রমণও হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”

Leave A Reply


Math Captcha
32 + = 33