Thursday, October 30

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করেও আক্রমণ আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের সেটা অতিক্রম করতে হবে।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের উদ্ধৃতি দেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। “সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবে, এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এগুলো সামাল দিতে হবে। অপপ্রচার রচনা হওয়া মাত্রই সেটি ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, আগামী নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদানের পদ্ধতি এবং কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

এসময় তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, এসব ভিডিও দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে, যাতে মানুষ দেখে নিজেরাই প্রস্তুত হতে পারেন।

Leave A Reply


Math Captcha
31 − = 23