Wednesday, October 29

ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এনামুল নবীন।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং পড়াশোনারত এক ছোট ভাই রয়েছে, যারা এখন আর্থিকভাবে অনিশ্চয়তার মধ্যে আছেন।

নোটিশে আরও বলা হয়, মেট্রো রেল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্থাপনাসমূহ ও সরঞ্জামাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় জননিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করা হয়।

এর আগে মেট্রো রেল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা ও একজনকে চাকরির ঘোষণা দেয়। তবে আইনি নোটিশে এটিকে ‘অবমাননাকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, নিহতের পরিবারের জীবনযাপনের নিশ্চয়তার জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে স্থায়ী চাকরি দিতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনজীবী এনামুল নবীন বলেন,

“আমি আইনি নোটিশ পাঠিয়েছি। মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে একজন মানুষের প্রাণহানি ঘটেছে। তাই নিহত আবুল কালামের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া নৈতিক ও আইনগতভাবে জরুরি।”

Leave A Reply


Math Captcha
7 + 1 =