Wednesday, October 29

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ ত্বকীর ইন্তেকাল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া বাংলাদেশের গর্ব হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেন ত্বকী। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন।

হাফেজ ত্বকী ছিলেন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার উস্তাদ ও প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিজ গ্রাম ডালপায়, যেখানে তাকে দাফন করা হবে।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।

হাফেজ ত্বকীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোক ও দোয়ার বন্যা—এই তরুণ কোরআনের সৈনিকের বিদায়ে।

Leave A Reply


Math Captcha
49 − 44 =