Wednesday, October 29

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে অটো এবং ব্যাটারি চালিত রিক্সার চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক।

সোমবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, “পূর্বের ন্যায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে। অন্য সময় প্যাডেল চালিত রিকশাই চলবে। তবে প্রধান সড়ক বা মহাসড়কগুলোতে প্যাডেল বা ব্যাটারি চালিত কোনো রিকশাই চলতে পারবে না। এতে রিকশাচালক, যাত্রীসহ সকলের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হয়।”

তিনি আরও বলেন, “অন্যথায় রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। দুর্ঘটনা, যানজট ও অন্যান্য বিশৃঙ্খলার জন্য এই অব্যবস্থাপনা দায়ী। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর এর দায় এড়াতে পারবে না। যারা এই পেশায় নিয়োজিত তাদের জীবিকা নির্বাহের বিষয়ও বিবেচনা করে দ্রুত সমাধান জরুরি।”

Leave A Reply


Math Captcha
3 + 5 =