Wednesday, October 29

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০)-এর অপহরণের ঘটনাটি আসলে নিজের সাজানো নাটক ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তিনি নিজেই নিজের পায়ে শিকল বেঁধে শুয়ে ছিলেন— যা পুরোপুরি পরিকল্পিত আত্ম-অপহরণের নাটক বলে জানিয়েছেন তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

পুলিশ জানায়, মুহিব্বুল্লাহ মিয়াজীর দাবি অনুযায়ী অপহরণের সময় ও স্থান ঘিরে একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি এবং ঘটনাটির কোনো বাস্তব প্রমাণ মেলেনি

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত।

এর আগে তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়, এবং পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপহরণের আগে উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একদিন ধরে নির্যাতনের শিকার হন।

তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সংশ্লিষ্ট সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন— “মুফতি মুহিব্বুল্লাহ অপহৃত হননি; বরং নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন।”

🔹 পুলিশ বলছে, এ ঘটনায় নতুন করে তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
28 − 26 =