Wednesday, October 29

গাজীপুরের জয়দেবপুরে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান মোড় সড়কের উপর থেকে এই চুরির ঘটনাটি ঘটে।

চুরি হওয়া মোটরসাইকেলটি পালসার ১৫০ সিসি ব্র্যান্ডের, যার রেজিস্ট্রেশন নম্বর: গাজীপুর মেট্রো ল-১১-৪৮১০, ইঞ্জিন নম্বর: DHXPRE51875 এবং চেসিস নম্বর: PSUA11CY6RTG54213

ভুক্তভোগী জুনায়েদ রুবেল জানান, “গাড়িটি আমি বাসার নিচে রেখে রুমে উঠেছিলাম। কয়েক মিনিট পর নিচে নেমে দেখি মোটরসাইকেলটি নেই।”

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে একই সড়ক থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, “বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব। এখন পর্যন্ত কোনো চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়নি। আশা করি এবার প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখা যাবে।”

অন্য এক বাসিন্দা হাসিব খান বলেন, “নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি, তবে কোথায় যাবো? শুধু মোটরসাইকেল নয়, ঘরে ঢুকে মালামাল চুরির ঘটনাও বেড়েছে। কর্তৃপক্ষের নীরবতাই এর অন্যতম কারণ।”

এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মোটরসাইকেল চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার একটি স্পেশাল টিম মাঠে নেমেছে। এছাড়া প্রতিটি স্টেশনে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।”

🔹 সম্প্রতি বেড়েছে মোটরসাইকেল চুরি, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।

Leave A Reply


Math Captcha
75 + = 79