Wednesday, October 29

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে মারা গেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিকেলে সায়মা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। কিছুক্ষণ পর তিনি পানিতে তলিয়ে গেলে সঙ্গে থাকা শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। তিনি বলেন, “সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, সায়মা ছিলেন মেধাবী ও হাসিখুশি স্বভাবের শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে শোক ও হতবাক তারা।

Leave A Reply


Math Captcha
56 + = 62