Wednesday, October 29

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করা হলো।

উল্লেখ্য, ২০২১ সালে শুরু হওয়া কক্সবাজার বিমানবন্দর উন্নীতকরণ প্রকল্পের মূল লক্ষ্য হলো এটিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গেটওয়েতে রূপান্তর করা। প্রকল্পের আওতায় একটি পৃথক রানওয়ে সম্প্রসারণ কাজ চলছে, যার মাধ্যমে বিদ্যমান ৬ হাজার ৭৭৫ ফুট রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুট পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এই কাজ শেষ হলে প্রশস্ত উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন সম্ভব হবে।

প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1