Thursday, October 30

পটুয়াখালী, ২৩ অক্টোবর ২০২৫

ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এক সরকারি কর্মচারীকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মারধরের শিকার ব্যক্তি গোলাম রাব্বি রনি, কলাপাড়া ইউএনও অফিসের অফিস সহায়ক পদে কর্মরত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ, প্রতারণা ও সরকারি সুবিধা প্রদানের নামে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি গভীর নলকূপ, সরকারি ঘর এবং চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। ভুক্তভোগীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে প্রতিশ্রুতি রক্ষা না করে গত দুই মাস ধরে অফিসে অনুপস্থিত ছিলেন।

আরও জানা যায়, রনি সরকারি ঘর দেওয়ার কথা বলে জনপ্রতি ২৭ হাজার টাকা করে আদায় করেন এবং পরবর্তীতে জাল দলিল সরবরাহ করেন। ঘটনাটি সহকারী কমিশনার (ভূমি) শনাক্ত করেন।

বুধবার বিকেলে রনিকে ইউএনও অফিসে দেখতে পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তার ওপর চড়াও হন। পরে তারা তাকে মারধর করে একটি কক্ষে আটকে রাখেন

ঘটনার পর রনি স্বীকার করেন যে তিনি ঘুষ নিয়েছেন, তবে দাবি করেন, “অনেকে এখন অতিরিক্ত টাকা ফেরত চাইছেন। যারা ৮ হাজার টাকা দিয়েছেন, তারাও ২৭ হাজার ফেরত চান।”

কলাপাড়ার ইউএনও কাওছার হামিদ বলেন, “অভিযুক্ত রনি দুই মাস ধরে অফিসে অনুপস্থিত ছিলেন। বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসককে জানানো হবে।”

সূত্র: স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী

Leave A Reply


Math Captcha
28 − 20 =