Wednesday, October 29

ঢাকা, বৃহস্পতিবার (২৩ অক্টোবর):

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “আমরা ভিকটিম, তবুও কাঠগড়ায় দাঁড়াতে হয়। শাপলা আমাদের দিচ্ছে না—এই বিচার আমরা জনগণের কাছে তুলে দিচ্ছি।”

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, “শিক্ষকদের একটি সমাবেশে গিয়েছিলাম। সেখানে বলেছি, আপনাদের দাবির প্রতি আমাদের সমর্থন আছে। কিন্তু আমাদেরও একটি বিচার আছে আপনাদের কাছে—ইলেকশন কমিশন (ইসি) আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, আমরা চাই জনগণ ও শিক্ষক সমাজ আমাদের পাশে থাকুক।”

সারোয়ার তুষার আরও বলেন, “আমরা তো ভিকটিম। ভিকটিম মানে সহানুভূতি পাওয়ার কথা। কিন্তু এখন সেটাও যদি দোষ হয়, তাহলে বলা যায়—অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আমাদেরও সেই অবস্থা হয়েছে। আমাদের ন্যায্য অধিকারটুকুও দেওয়া হচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, “ইসি আমাদের চা খাওয়ার ফাঁকে ইনফরমালি জানিয়েছে যে, তারা ইতোমধ্যে একটি পজিশন নিয়ে ফেলেছে, এখন আর সরে আসা যাবে না। আমাদের আদালতে যেতে বলেছে। কিন্তু আদালতে বিষয়টি আগেই সেটেল্ড। তারা মনে করছে, আদালতের ঘাড়ে দায় চাপিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা যাবে।”

জাতীয় প্রতীক বা কোনো প্রতিষ্ঠানের লোগো সংক্রান্ত বিষয়ে আদালতের অবস্থান সবার জানা বলেও মন্তব্য করেন তুষার।

তিনি আরও বলেন, “ইসির এই অবস্থান সাংবিধানিক নয়; বরং এটি একটি রাজনৈতিক পজিশন, যা অদৃশ্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।”

Leave A Reply


Math Captcha
− 1 = 2