রাজধানীর মতিঝিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করলে ক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরের এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ‘ইউনূস সরকারকে হঠাও’ লেখা ব্যানার হাতে মিছিল বের করেন। ব্যানারে আওয়ামী লীগের নাম লেখা ছিল। মিছিলটি দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা দিকবিদিক পালাতে শুরু করেন। এ সময় দুজনকে ধরে স্থানীয়রা বেধড়ক মারধর করে পুলিশে খবর দেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী আকস্মিকভাবে মিছিল বের করে। স্থানীয়রা তাদের দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি।”

