Wednesday, October 29

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে— সেই বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা পেলেই দলটি সনদে স্বাক্ষর করবে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ দিয়ে আমরা সরকারের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। তবে কাগজে-কলমে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা পেলে তবেই আমরা এতে স্বাক্ষর করব।”

তিনি আরও জানান, এনসিপির তিন দফা দাবি হলো—
১. জুলাই সনদের আদেশ শুধু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন,
২. নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না,
৩. গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

নাহিদ ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে জুলাই সনদ সংক্রান্ত প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।”

জুলাই গণহত্যার বিচার নিয়ে
এনসিপি আহ্বায়ক বলেন, “সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এতে আমরা এক ধাপ এগিয়েছি। তবে এখনও দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।”
তিনি নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ দেওয়ার দাবিও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ
ইসির আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ নয়। কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশন পুনর্গঠন করা প্রয়োজন।”

জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে মন্তব্য
জনপ্রশাসনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নিয়োগে বিভিন্ন দলের ভাগ-বাটোয়ারা হচ্ছে বলে আমরা শুনছি।”

এছাড়া উপদেষ্টা পরিষদের দক্ষতা বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, “যদি ছাত্র উপদেষ্টাদের কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত বলে দেখা হয়, তাহলে অন্য দলের প্রস্তাবিত উপদেষ্টাদেরও একইভাবে দেখা উচিত।”

Leave A Reply


Math Captcha
4 + 3 =