নিজস্ব প্রতিবেদক
গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, “গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই তা আয়োজনের প্রস্তাব দিয়ে আইনগত জটিলতা তৈরি করছে। মৌলিক বিষয় হচ্ছে গণভোট—এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি আসলে গণভোট চায়নি, জনমতের চাপে রাজি হয়েছে। কিন্তু এখন নানা প্যাঁচ তৈরি করছে। জামায়াতের প্রস্তাব, নভেম্বরের শেষের দিকে গণভোট অনুষ্ঠিত হোক, এরপর যথেষ্ট সময় থাকবে জাতীয় নির্বাচনের জন্য।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণে কিছু অতিরিক্ত ব্যয় হলেও গণভোট আগে করা ছাড়া উপায় নেই।”
প্রশাসনে রদবদল প্রয়োজন উল্লেখ করে তাহের জানান, বৈঠকে নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরির আহ্বান জানালে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
তাহের আরও জানান, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে তার আলোকে জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে জামায়াত। এ বিষয়ে সরকারের নির্বাহী আদেশ নিয়েও আলোচনা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে কোনো আলোচনা না হলেও জামায়াত মনে করে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে।”

