ঐকমত্য কমিশনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব দলের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শেখ রায়হান রাহবার। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য গঠনের নামে সরকার বা সংশ্লিষ্ট মহল যদি কেবল নির্বাচিত কয়েকটি দলের মতামতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সেটি কখনোই প্রকৃত জাতীয় ঐকমত্য হিসেবে বিবেচিত হতে পারে না।
শুক্রবার দুপুরে এক লিখিত বিবৃতিতে শেখ রায়হান রাহবার বলেন, তাদের চেয়ারম্যান ইমাম হায়াত অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক ঐক্য ও অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ে ধারাবাহিকভাবে গঠনমূলক পরামর্শ দিয়ে আসছেন। “সেই অবস্থান হয়তো কারও কাছে অস্বস্তিকর হওয়ায় আজ আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় আমন্ত্রণ পাইনি,” অভিযোগ করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “কোনো একটি ঘোষণাপত্র বা সনদ দিয়েই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এর সঙ্গে শিক্ষা, ন্যায়বিচার, অর্থনীতি, প্রশাসন ও মানবিক উন্নয়ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকতে হবে। মতামত দেওয়ার সুযোগ পেলে আমরা অবশ্যই এসব বিষয়ে গঠনমূলক প্রস্তাব দিতাম।”
শেখ রায়হান রাহবার আরও বলেন, ইমাম হায়াত সর্বদা দেশপ্রেম, মানবতা ও নৈতিকতার রাজনীতি প্রচার করেছেন। রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও তিনি জনগণের স্বার্থে যে প্রস্তাব দিয়েছেন, অনেক সময় পর সরকার ও অন্যান্য রাজনৈতিক দল সেগুলো নিজেদের নীতিতে অন্তর্ভুক্ত করেছে। অথচ এখন তার দলের মতামত উপেক্ষা করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য শুভ নয়।
তিনি অভিযোগ করেন, কিছু মহল এখনো ভিন্ন মত বা বিকল্প চিন্তাধারাকে ভয় পায়। অথচ প্রকৃত জাতীয় ঐকমত্য গঠনের জন্য সব মত, সব আদর্শ ও বিরোধী কণ্ঠকেও মূল্যায়ন করতে হবে। জনগণের কল্যাণে যারা বাস্তবভিত্তিক প্রস্তাব নিয়ে কাজ করছে, তাদের বাদ দিয়ে ঐকমত্য গঠন সফল হবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শেখ রায়হান রাহবার বলেন, “আমরা চাই রাষ্ট্র যেন ধর্মীয় মূল্যবোধভিত্তিক মানবিক গণতান্ত্রিক কাঠামোর ওপর দাঁড়ায়। সেখানে প্রতিটি মানুষের বিশ্বাস, আদর্শ ও অধিকার সুরক্ষিত হবে। কোনো দল বা মত বাদ দিয়ে নয়, বরং সবার অংশগ্রহণেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”
তিনি আশা প্রকাশ করেন, দেশের স্বার্থে ভবিষ্যতের যেকোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবকেও অন্তর্ভুক্ত করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার সমন্বয়ে একটি স্থায়ী রাষ্ট্রীয়নীতি গড়ে ওঠে।

