Wednesday, October 29

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “সংস্কার প্রস্তাবে কিছু দলের নোট অব ডিসেন্ট রয়েছে। আমাদের দাবি ছিল, নোট অব ডিসেন্ট নিয়ে গণভোট হবে। জনগণ পক্ষে ভোট দিলে জুলাই সনদ অনুমোদিত হবে। পরবর্তী সংসদে যাদের কনস্টিটিউট পাওয়ার থাকবে, তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। পুরো প্রক্রিয়ার মূল জায়গায় থাকবে আদেশ।”

জুলাই ঘোষণাপত্রে প্রতারণার অভিযোগ এনে নাহিদ বলেন, ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি থাকলেও তা পূরণ হয়নি। টেক্সট পরিবর্তন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সরকারের কাছে এনসিপির দাবি

নাহিদ ইসলাম জুলাই সনদ সফল করতে সরকারের কাছে তিনটি দাবি উত্থাপন করেন:

  1. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে।
  2. সনদের ৮৪টি বিষয় একসঙ্গে গণভোটে যাবে, নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না।
  3. জনগণ অনুমোদন দিলে সংসদকে সংবিধান সংস্কারের কনস্টিটিউট পাওয়ার দিতে হবে এবং নতুন সংবিধান “সংবিধান ২০২৬” নামে পরিচিত হবে।

তিনি আরও বলেন, “এই তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে। না হলে শুধু আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া অর্থহীন। জনগণের সামনে বিষয়গুলো স্পষ্ট না করে সনদে স্বাক্ষর আয়োজন আসলে ছলচাতুরী।”

নির্বাচন প্রসঙ্গ

আসন্ন নির্বাচনের বিষয়ে নাহিদ বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। ইসির জন্য আমাদের কার্যক্রম আটকে রয়েছে।”

Leave A Reply


Math Captcha
− 1 = 1