জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ পায়নি। নির্বাচন কমিশনের সঙ্গে এ নিয়ে টানাপোড়েন চলছে। এরই মধ্যে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরীর শাপলা প্রতীক সম্বলিত পোস্টার এলাকায় টানানোকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ও আশপাশের এলাকায় তাকিয়া জাহানের ছবি ও শাপলা প্রতীক ছাপানো অসংখ্য পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা রয়েছে— “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর-৬ পীরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী (শাপলা মার্কা) তাকিয়া জাহান চৌধুরী আপনাদের সবার সমর্থন ও দোয়া প্রার্থী।”
তবে তাকিয়া জাহানের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক বিতর্কের আগে পোস্টারগুলো ছাপানো হয়েছিল। পরে ভুলক্রমে তা সাঁটানো হয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।
এনসিপি জানিয়েছে, তাকিয়া জাহান এখনো আনুষ্ঠানিকভাবে দলের সদস্য নন, তবে তিনি সমর্থক হিসেবে কাজ করছেন এবং মনোনয়নপ্রত্যাশী। এ বিষয়ে এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, “মানুষ এনসিপি বলতে শাপলাকে চিনতে শুরু করেছে। তাই সমর্থকরা শাপলা প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। আমরা নিষেধ করিনি।”
তবে স্থানীয়ভাবে অনেকে প্রশ্ন তুলেছেন, দল এখনো নিবন্ধিত নয়, প্রতীকও চূড়ান্ত হয়নি— তার আগেই শাপলা প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানো আইনসঙ্গত কি না। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

