গাজায় আগ্রাসনে দুই বছরে ২৭০’র বেশি সাংবাদিক নিহত

গাজার সংঘাতের দুই বছরে সাংবাদিকদের ওপর নৃশংস হামলায় ২৭০-এর বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিবিজ) জানাচ্ছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৩ জন পেশাগত কারণে নিহত হয়েছেন।

সর্বশেষ হামলা ঘটে গত আগস্টে খান ইউনিসের নাসের হাসপাতালে। ওই ঘটনায় ২১ জন নিহত হন, যার মধ্যে আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাকা ও ফটোগ্রাফাররা আহমেদ আবু আজিজ, মুয়াজ আবু ত্বাহা অন্তর্ভুক্ত।

এর আগে গাজার আল শিফা হাসপাতালে এবং সংবাদমাধ্যমের তাঁবুতে ইসরায়েলি হামলায় আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরিফ, মুহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফার নিহত হন। এ পর্যন্ত কেবল আল জাজিরার ১০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নিহতদের মধ্যে অনেকেই হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংস্থাগুলো তাদের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছে। রিপোটার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, সাংবাদিকরা সুনির্দিষ্ট মিডিয়া লোগো বহন করলেও ইসরায়েল তাদের টার্গেট করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এক গাজা যুদ্ধেই যে সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তা মার্কিন গৃহযুদ্ধ, দুই বিশ্বযুদ্ধ, কোরিয়া ও ভিয়েতনামের যুদ্ধে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *