যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০

মিসরের পর্যটন শহর শারম এল শেখে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় সীমিত আকারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আলজাজিরার প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০ জন, যার মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি প্রথমে ইসরায়েল এবং পরে ৩ অক্টোবর হামাসও সমর্থন জানায়।

উভয়পক্ষের সম্মতির পর ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামলা বন্ধের আহ্বান জানান। নেতানিয়াহু তখন আইডিএফকে হামলা বন্ধের নির্দেশ দেওয়ার ঘোষণা দেন।

তবে গাজার সূত্র জানায়, ট্রাম্পের আহ্বানের পর গত তিন দিনে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১০৪ জন।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান এক ব্রিফিংয়ে দাবি করেন, ট্রাম্পের আহ্বানের পর থেকে ইসরায়েল ‘রক্ষণাত্মক অভিযান’ চালাচ্ছে।

এদিকে মিসরের দৈনিক আল কাহেরা নিউজ জানায়, সোমবার শারম এল শেখে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিদের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৈঠকের প্রথম পর্যায়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

আজ ৭ অক্টোবর—দুই বছর আগে এই দিনে হামাসের যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর জবাবে শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখনও চলছে।

দুই বছরে এই অভিযানে ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন বলে গাজার সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *