ইসরাইলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

রোববার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম, মধ্য ইসরাইল ও দক্ষিণ-পশ্চিম তীরজুড়ে হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়েছে।

আইডিএফ-এর দাবি, সফলভাবে প্রতিহত হওয়া এ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে ইসরাইল–হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই সময় থেকেই ইসরাইলের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *