আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল বর্তমানে কেবল তাদের ঐতিহ্যগত শত্রু ও সমালোচকদের কাছেই নয়, বরং ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বোঝা হয়ে উঠেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছেও। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ওরি গোল্ডবার্গ বলেছেন, এটা কেউই সরাসরি বলবে না। কিন্তু হামাসের জবাবকে শান্তির ইঙ্গিত হিসেবে পড়ে ট্রাম্পের নেওয়া আকস্মিক সিদ্ধান্তই প্রমাণ করে, তিনি যখন নেতানিয়াহুর দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, তখন এটিকে বোঝা মনে করেন। ট্রাম্প নেতানিয়াহুকে একজন পরাজিত ব্যক্তি হিসেবে দেখেন।
গোল্ডবার্গ বলেন, পরিস্থিতি এতটা বদলে যেতে পারে, ইসরায়েল কখনও তা চিন্তাও করতে পারেনি। কারণ ইসরায়েল বহু বছর ধরে ‘‘গণহত্যা ও জাতিগত নিধনের অন্তহীন চক্রে’’ এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস-নেতৃত্বাধীন হামলার বাইরেও অন্য বাস্তবতাকে স্বীকার করতে পারেনি।
তিনি বলেন, প্রথম যে ফ্লোটিলা গাজামুখে যাত্রা শুরু করেছিল, তার প্রতিক্রিয়ার সঙ্গে সাম্প্রতিক সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে দেখা দেওয়া প্রতিক্রিয়ার পার্থক্য দেখুন। কিছুই আর আগের মতো নেই। আজকের সকালের ইসরায়েল গত দুই বছর ধরে যেমন একা ছিল, আমার মনে হয়, তেমনই একা হয়ে পড়েছে।
তবে ট্রাম্পের পরিকল্পনা অনুসরণে নেতানিয়াহুরও স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। গোল্ডবার্গ বলেন, যদি ইসরায়েলে আগাম নির্বাচনের ডাক দেওয়া হয়, তাহলে নেতানিয়াহুর জন্য তা বেশি সুবিধাজনক হবে না। কারণ নিজেকে এমন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতে হবে যে, তিনি কঠিন যুদ্ধ করেছেন, আবার একই সঙ্গে কঠিন চুক্তিও স্বাক্ষর করেছেন।
এদিকে, গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস বলেছে, তারা গাজায় আটক সব ইসরায়েলি বন্দিকে; জীবিত ও মৃত উভয়কেই, মুক্তি দিতে রাজি আছে। তবে গাজায় ইসরায়েলি যুদ্ধের অবসান এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা বলেছে গোষ্ঠীটি।
হামাস বলেছে, তারা গাজার ক্ষমতা ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি সংস্থার কাছে হস্তান্তর করবে। তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বাকি অংশ নিয়ে গোষ্ঠীটি বলেছে, এই বিষয়ে ফিলিস্তিনি জাতীয় কাঠামোর মধ্যে বিস্তৃত আলোচনা হওয়া উচিত। আলোচনায় হামাসও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ণ দায়িত্ব নিয়ে অংশ নেবে। ২০ দফার পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণও রয়েছে।
সূত্র : আল জাজিরা।