Friday, January 16

নিজস্ব প্রতিবেদক:
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দাখিল করা হবে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আইন ও বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 1