ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে ৩৫ বছরের মানভাবতীকে বিয়ে করেছিলেন সাংগ্রুরাম নামের এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিন ভোরেই মারা যান তিনি।
এক বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সন্তানহীন সাংগ্রুরাম পরিবারের আপত্তি উপেক্ষা করে দ্বিতীয় বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রি ও স্থানীয় মন্দিরে আচার-অনুষ্ঠান শেষে বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।