Friday, January 16

হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ)-এর স্মরণে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ‘শানে খাজাবাবা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, “খাজাবাবা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহঃ) মানবতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদের ঊর্ধ্বে উঠে তিনি ভালোবাসা, সহনশীলতা ও ইনসানিয়াতের শিক্ষা দিয়েছেন। আজকের বিভক্ত ও সহিংস সমাজে খাজাবাবার আদর্শই হতে পারে শান্তি ও মানবমুক্তির একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “রাজনীতি যদি খাজাবাবার আদর্শে পরিচালিত হয়, তবে সেখানে জুলুম, বৈষম্য ও শোষণের স্থান থাকবে না। মানবতার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সম্ভব।”

সম্মেলনে বক্তারা খাজাবাবার জীবনাদর্শ তুলে ধরে বলেন, তাঁর শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তারা সাম্প্রদায়িকতা, উগ্রতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে খাজাবাবার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave A Reply


Math Captcha
− 4 = 3