Saturday, December 20

পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জাগরণের প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহিদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

এতে আরও জানানো হয়, পরিবারের দাবির ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন এবং রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ শহিদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার প্রতি শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। পোস্টে বলা হয়, কোনো অপশক্তি যাতে আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি উত্তপ্ত বা সহিংস করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিরাপত্তাজনিত কারণে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়। একই সঙ্গে শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
66 − 58 =