Friday, December 19

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় সংগঠনটি জানায়, ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন স্থানে কফিন মিছিল বের করা হবে।

বার্তায় জুলাই ঐক্য আরও জানায়,
‘শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তাঁর প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সব জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ওই দিন মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে তিনি প্রচারণা শেষ করেন।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় হাদিকে বহনকারী একটি অটোরিকশায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave A Reply


Math Captcha
2 + 3 =