Friday, December 19

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় উপাচার্য মরহুম শরিফ ওসমান বিন হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন,
‘শরিফ ওসমান বিন হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।’

তিনি মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই শোকের সময়ে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 3