Friday, December 19

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। আগামীকাল শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি জানান, শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ত্যাগ করবে এবং সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শনিবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave A Reply


Math Captcha
39 + = 43