Thursday, December 18

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট হোটেল ছিল ফুটবল বিশ্বের তারকাদের মিলনমেলা। সেখানে অনুষ্ঠিত হয় ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা ফুটবলার, কোচ, দল, গোলকিপার ও বছরের সেরা গোলসহ মোট ১২টি ক্যাটাগরির পুরস্কার।

এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। এক ঘণ্টারও কম সময়ে শেষ হওয়া এ আয়োজনে ছিল না কোনো দীর্ঘ বক্তৃতা বা আলাদা আনুষ্ঠানিকতা। একের পর এক ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সবচেয়ে আলোচিত ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড জিতেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা উসমান দেম্বেলে। এ বছর ব্যালন ডি’অর জয়ের পর থেকেই এই পুরস্কারের দৌড়ে তিনি ছিলেন এগিয়ে। স্প্যানিশ উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ও ফরাসি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার নির্বাচিত হলেন দেম্বেলে।

সেরা কোচের পুরস্কারও গেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের ঝুলিতে। ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেতৃত্ব দেওয়া লুইস এনরিকে নির্বাচিত হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ।

এদিকে ফিফা দ্য বেস্ট বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন।

এছাড়া বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন ফুটবলার সান্তিয়াগো মন্টিয়েল। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই।

ফিফা সভাপতি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ফিফা দ্য বেস্ট পুরস্কার তুলে দেন।

Leave A Reply


Math Captcha
+ 50 = 51