ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি দাবি করেছেন, ফয়সাল বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং তার ব্যবহৃত একটি ফোন নম্বরও শনাক্ত করা গেছে।
রোববার নিজের ফেসবুক পোস্টে সায়ের জানান, ঘটনার পর ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে পৌঁছানোর পর তাকে পালাতে সহায়তাকারী হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটি ভারতীয় সিম কার্ড কিনে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা গেছে।
সায়েরের ভাষ্য অনুযায়ী, ওই সিম ব্যবহার করে ফয়সাল নিজের ঘনিষ্ঠদের কাছে ভারতে অবস্থানের বিষয়টি জানান দেন। তিনি দাবি করেন, ‘+৯১৬০০১৩৯৪০**’ নম্বরটি ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান।
তিনি আরও বলেন, যেসব নম্বরে ছবিগুলো পাঠানো হয়েছিল, তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা হয়েছে এবং যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা।

