Saturday, December 20

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার আগেই শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে—এমন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে জানানো হয়েছিল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে সে সময় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন।

সূত্র মতে, সম্ভাব্য ‘টার্গেট কিলিং’ তালিকায় শরিফ ওসমান বিন হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও কয়েকজন জুলাই আন্দোলনের সংগঠকের নাম ছিল।

জানা গেছে, গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যপ্রবাসী একজন আইনজীবীর মাধ্যমে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থাসহ উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের জানানো হয়। এমনকি ওসমান হাদিসহ তিনজন জুলাই যোদ্ধা নিজেরাও ব্যক্তিগতভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে হুমকির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ওই আইনজীবী একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন।

সূত্র আরও জানায়, হত্যার হুমকি সংক্রান্ত তথ্য জানাতে গিয়ে ওই আইনজীবী বিশ্বাসযোগ্য তথ্য–উপাত্ত ও সুনির্দিষ্ট সূত্রের কথা উল্লেখ করেন। তিনি জানান, পেশাগত কারণে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকায় এসব স্পর্শকাতর তথ্য তার কাছে আসে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের আশঙ্কার কথাও তিনি সরকারের সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শুক্রবার যুগান্তরকে বলেন, ‘অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়ে এ ধরনের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব নয়। বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও কঠিন—এটি উন্নত দেশগুলোর বাস্তবতায় সম্ভব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বারবার সরকারকে বলেছি—নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয়। শুধু কয়েকজন ছিঁচকে চোর ধরার লোক দেখানো অভিযান হলে তা সবার জন্যই আত্মঘাতী হবে।’

Leave A Reply


Math Captcha
37 − 36 =