ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের ১০ তলা একটি ভবনে আগুনের ঘটনায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে একটি জুটের গোডাউন রয়েছে। আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনও ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ভবনের বাসিন্দাদের ভাষ্যমতে, ভোর ৫টার দিকে ভবনের নিচতলার একটি জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

