ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তাঁর জীবন রক্ষায় আল্লাহ ও প্রিয়নবীর রহমত কামনা করেন তিনি।
এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের সর্বত্র জঙ্গিবাদী, সন্ত্রাসী ও হিংস্র স্বৈররাজনীতির প্রভাব এমনভাবে বাড়ছে যে নাগরিক জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি আগামী নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও গভীর আশঙ্কা তৈরি করেছে।
তিনি উল্লেখ করেন, রাজধানীর বুকে দিনের আলোয় ওসমান হাদীর মাথায় গুলি চালানোর মর্মান্তিক ঘটনা বর্তমান আইনশৃঙ্খলার ভয়াবহ বাস্তব চিত্র তুলে ধরে—যা আসন্ন জাতীয় নির্বাচনকেও চরম ঝুঁকির মুখে ফেলেছে।
সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও ভোটারের জীবন রক্ষার স্বার্থে প্রচলিত বুথভিত্তিক ভোট পদ্ধতি পরিত্যাগ করে এস্তোনিয়ার আদলে মোবাইলভিত্তিক ভোটিং ব্যবস্থা চালুর দাবি জানান আল্লামা ইমাম হায়াত।
বিবৃতির শেষে তিনি ওসমান হাদীর দ্রুত সুস্থতা ও জীবন রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন।
— শেখ রায়হান রাহবার,
মহাসচিব, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

