Saturday, December 20

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনি প্রচারণাকালে বিজয়নগর এলাকায় হাদির ওপর গুলি ছোড়া হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নই। আমাদের টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”

এর আগেও হুমকি পেয়ে আসছিলেন হাদি। গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হত্যার ও যৌন নির্যাতনের হুমকি পেয়েছেন বলে তিনি জানিয়েছিলেন। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন—
“গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং আমাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।”

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave A Reply


Math Captcha
6 + 1 =