Saturday, December 20

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ হাদিকে দেখে আসার পর মঞ্জু সাংবাদিকদের জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তার মাথা থেকে গুলি অপসারণ করা হয়েছে, তবে ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, হাদিকে সিএমএইচে নেওয়ার কথা থাকলেও বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ঢামেকেই চিকিৎসা চালানো হচ্ছে। চিকিৎসকরা তাকে সংকটাপন্ন ঘোষণা করেছেন।

নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

Leave A Reply


Math Captcha
19 − 14 =