সম্প্রতি আলোচিত টক-শো ব্যক্তিত্ব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ক্ষমতা দেওয়ার মালিক মানুষ নয়, আল্লাহ। তিনি বলেন, ‘ক্ষমতার মালিক মালিকুল মুলক্। যদি আল্লাহ চান ক্ষমতা জামায়াতে ইসলামীর হাতে যাবে, তবে অবশ্যই তা যাবে।’
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সেনাকর্মকর্তা ও গুম–ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। অনুষ্ঠানে আহত, পঙ্গুত্ব বরণকারী ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রথম আলো জরিপ প্রসঙ্গ
টক-শো ও রাজনৈতিক আলোচনায় আলোচিত ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে যে ধারণা করা হয়, তা সঠিক নয়। প্রথম আলোর সাম্প্রতিক এক জরিপের সমালোচনা করে তিনি বলেন, ‘১৩০০ জনের সার্ভে করে বলল জামায়াত ২৬ শতাংশ, বিএনপি ৬৩ শতাংশ—কিন্তু ক্ষমতা কে পাবেন সেই ফয়সালা প্রথম আলোর হাতে নয়, আল্লাহর হাতে।’
টক-শোতে উচ্চস্বরে কথা বলা নিয়ে মন্তব্য
তিনি বলেন, দীর্ঘদিন মিথ্যা শুনতে শুনতে তিনি ‘ধাপা খাওয়া’ মানুষের মতো হয়ে গেছেন বলে টক-শোতে জোরে কথা বলতে হয়। তিনি আরও বলেন,
‘আল্লাহর কাছে দোয়া করি, আমার কণ্ঠ যেন ইসলামের পক্ষে মানুষের কানে পৌঁছায়, কান ভেদ করে অন্তরে পৌঁছায়।’
ইসলামী শাসনব্যবস্থা প্রসঙ্গ
বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি—
‘যদি কারও বিকল্প থাকে, তারা তৈরি করে ইসলাম কায়েম করুন। যদি না মনে হয় জামায়াত ভালো, তবে অন্তত ভোট দিন। কারণ ইসলাম কায়েম করা ফরজে কেফায়া।’
ভারত প্রসঙ্গ
তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠিত হোক—এটা ভারত চায় না।’
১৯৭২–৭৫ সালের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সে সময় ইসলাম কার্যকর না থাকায় দেশের সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যা হয়েছিল। তার বক্তব্য—
‘ইসলাম প্রতিষ্ঠিত হলে রাত ১২টাতেও কোনো বোন রাস্তায় গেলে কেউ তাকাবে না।’
সমালোচকদের উদ্দেশে প্রতিক্রিয়া
শিবিরকে বট বাহিনী বলা নিয়ে তিনি বলেন, তাঁকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হলেও সমালোচকরা এসব বলেন না। টক-শো আলোচক খালেদ মহিউদ্দিনকে উদ্দেশ করে তিনি বলেন,
‘ইসলামের নাম শুনলে আপনাদের মধ্যে অ্যালার্জি হয়।’

